হঠাৎ যদি কোথাও আবার
হয়গো মিলন চারচোখে
ঝেড়ে নিয়ে দুঃখ যত,ফেলিও পলক চকিতে।


ভুলিও সেদিন স্মৃতির ব্যথা
স্বপ্ন জমা যত
দুই নয়নে ঝরিওনা আর
কান্না অবিরত।
মুখ ফিরায়ে নাহয় নিও,জল ফেলোনা বেদীতে।
ঝেড়ে নিয়ে দুঃখ যত, ফেলিও পলক চকিতে।


সবকিছু শেষ হলেও কিছু
থাকে পড়ে বাকি
ফেলে আসা দিনগুলো হায়
স্মৃতি ডানার পাখি।
পাখনা মেলে এলে উড়ে,চুপিয়ে রেখো ঝাঁপিতে।
ঝেড়ে নিয়ে দুঃখ যত, ফেলিও পলক চকিতে।


হৃদটা নাহয় নিলাম দেবো
বায়না যদি করো
কোথাও উড়ে যায়না যেন
দু’হাত দিয়ে ধরো।
কাটবে আঁধার ভাসলে ভেলা ভালবাসা নদীতে
ঝেড়ে নিয়ে দুঃখ যত, ফেলিও পলক চকিতে।