১)
সোনার পাতে দাওনা মোড়ে,আমার নিথর কবর গাঁ
সেই কবরে শুয়ে কি আর,শুনবো কাকে করলে কা।
কিংবা যখন কেউবা এসে,করবে বসে কোরান পাঠ
চিহ্ন দিয়ে কি আর হবে,পারবো কি আর করতে রা।
২)
মৃত্যুর কি স্বাদ জানে সেজন,পড়ে যখন সে ফাঁদে
কে এই ধরায় করছে বরণ,মৃত্যুকে আর আহ্লাদে।
তেঁতো-মিঠা হোকনা যাহা,প্রাণের মানে হয় মরণ
ভাবনায় তোর ফল পাবিনা,রাখবিনা মন বিস্মাদে।
৩)
প্রকৃতির এই আলো বাতাস,লাগে ভাল জুড়ায় প্রাণ
পাখ-পাখালির গানে লাগে,মন মাতানো সুরের তান।
এ উপভোগ ক্ষণিক তরে,আসল যে তোর রয় পড়ে
ভোগ বিলাসই মূখ্য তো নয়,জীবন মানে অভিযান।
৪)
প্রাণ দিয়েছো কেনো আমায়,সেতো আমার অজানা
চোখ মেলে যাই দেখে এখন,কাঁটা তাঁরের সীমানা।
ফের কেনো মোর যেতে হবে,এই কভূনা বোধে লয়
চাই অধিকার দাওনা প্রভূ,কোথায় আমার ঠিকানা।