পইপই করে জমিয়ে রাখি স্মৃতির পাতায়
বাল্যকাল প্রথম জীবন।
মেঘলা দিনে রোমন্থন মাঝে
বৃষ্টিস্নাত সরীসৃপ প্রাণীর উদোম নৃত্যের তালে
খোলা জানালায় উচ্ছৃংখল যৌবন।


বাড়ে তরঙ, উঠে ঢেউ।
প্লাবন আসে,পাড় ভাঙে,ভাঙে বাড়ির উঠোন
উপড়ে নিয়ে যায় বাল্যের স্মৃতিবিজড়িত একমাত্র বেদনার গাছ
শরিফুন বেওয়ার বাড়ি
আশ্রয়হীন শরিফুন আকাশের ছাদে।
সময় জ্ঞানে টনটনা সুযোগ সন্ধানি যৌবন
প্রকৃতির বরপুত্র।


আকাঙ্ক্ষার বিলাসবসনে অস্থিরতার মায়াজাল
আমাতে বিভোর চিত্তানুরাগী মন
আপোষহীন যৌবন।
দৃষ্টি ফেরায় দেখি সূর্যঘড়ির কাঁটা
চক্ষুষ্মান গোধুলীবেলা-নিঁগুঢ় কালো অপেক্ষামান
আধরিনী যৌবন চলেছে ভাটা।
অপসৃত সব স্মৃতিঃ
আঁকড়ে ধরে প্রকৃতির নীতি
ঝাঁপসা চোখ এবং-
হিসাবের খাতা আর একবুক ব্যথা।