অভিধানে নেই-
রাজাকার, আল-বদর, আল-শামস
মহা পরিচালক,বাঙলা একাডেমি ঘুমায় নাক ডেকে
রাজপথে ঝড় ওঠে- ফাঁসি চাই
তোরা বাঙ্গালা ছাড়।
তবু স্থান পায়না বাংলা অভিধানে
তাই ঝঙ্কার নেই, শব্দের বুঁদবুঁদ নেই
শুধু মুখের বুলি
অস্বচ্ছ আয়নায় ভাঙা মুখচ্ছবি।


ভীতি নয়, লাজনম্র বিষন্নতায়
স্বার্থের টানে, আপোষকামিতার রসে
কে যেতে চায়-বেলতলায় ?
কে বাঁধে ঘন্টা,বিড়ালের গলে।


রাজড়া, রাজদ্বার, রাজপাট
কী অপরিসীম শক্তি দাপটে ওলট-পালট করে
অভিধানের পাতা। শুধু-
ঐতিহাসিক শব্দত্রয়ের স্থান নেই বাংলা অভিধানে
টিকে আছে,মন-মানসে
উচ্চারিত হয় ধিক্কারে বাংলার ঘরে ঘরে
তোমার নিকুচি করি অভিধান-ঘেন্নাভরে।