মহাকালের যেথায় জমা জীবন নামের সুক্ষ্ণ বীজ
কার পাহারায় কেমন করে কাকে দিছে ওটা লিজ।
সুপ্ত জীবন কণাগুলো কেমন করে দিন কাটায়
কেমন করে ছিটকে পড়ে আমাদেরই এই ধরায়।


রিটার্ন টিকেট নিয়ে হাতে খাচ্ছি ভীষণ ঘুর্ণীপাক
হেথায় শুধু গোলক ধাধা কথায় কথায় অস্ত্র তাক।
আঁধার নেমে এলে ধরায় বুদ্ধু ভাবে এইতো শেষ
সূর্য এসে পূর্বাকাশে আবার করে আরজি পেশ।


সেই গহ্বরে আলোক নাকি নিতুই থাকে অন্ধকার
বয়স সীমা নেই কি সেথায় কেমন করে নেয় আহার।
বুদ্ধু ভাবে এমন জগত কোথায় আছে বলো হে
মন পবনের পালকী চড়ে যেতে ইচ্ছে করে যে।


ধুত্তরি ছাই,ভাল্লাগেনা বুদ্ধু ভাবে সারাক্ষণ
মহাকালের নাটাই সুতো রাখছে ধরে কে সে জন?