রিনিঝিনি বৃষ্টিতে
চঞ্চল মন
কাক ভেজা পথচারী
ছুট পনপন।
ভেজা শীরে চুল ধরে
টপটপ গান
টাকু মাথে জলফোটা
তবলার তান।
মন মাঝে উঠে পড়ে
গুনগুন সুর
বিজলীতে গুড়ু গুড়ু
যাসনে দূর।
কালো মেঘ ঢেকে দিলে
সূর্যের মুখ
ঘুম এসে চেপে ধরে
দুইখান চোখ।
ভয় নিয়ে কোনমতে
যেই যাই ঘর
আহা উহু কান ভারী
গিন্নীর জ্বর।
নিতে যাই তাড়াতাড়ি
পথ্যের খোঁজ
পড়ে গিয়ে রাস্তায়
দেই এক পোজ।
কাঁধে পিঠে পাই ব্যথা
বৃষ্টির ঢঙ
উঠে দেখি আমি নই
যাত্রার সঙ।