বলতে পারিস- হতচ্ছাড়া
চাঁদের দেশে কে থাকে
পূর্ণিমা রাত চাঁদ তারারা
বাসর করে কোন ফাঁকে।


শুকতারারা লুকায় কোথায়
ভোরের আলো যেই ফুটে
অমাবশ্যার রাতগুলো হায়
হয় কেন যে বিঁদঘুটে।


ঝড়-তুফানে গাছের শাখে
গায় কিরে গান হাই তুলে
বিরূপ হাওয়ায় পড়ে পাখি
যায়না কেন পথ ভুলে?


চলতি পথে দেখলে যাদের
যায়না কেহ তার ধারে
তারা কি খুব  জ্ঞানতাপসী
পিছে পড়ে কোপ মারে?