পান্তা ইলিশ লাগবে খেতে
কোন কিতাবে রয় লেখা
বোশেখ এলে মাটি থেকে
মঙ্গলকে কি যায় দেখা?


চাই তবু যে ইলিশ আমার
লিখতে নতুন হালখাতা
শোভা যাত্রায় মুখোশ ছাড়া
যায় কেটে হায় মাথা।


ইতিহাস নেই ঐতিহ্য নেই
পান্তা ইলিশ এই চলন
ঝোঁকের বশে হাঁটতে গেলে
চরিত্র যে হয় স্খলন।


ফসলি সন আকবরী সন
বাংলা পঞ্জির হয় পিতা
মঙ্গল শোভা পান্তা-ইলিশ
মাথায় বাঁধি লালফিতা।