পেঁচার সাথে বাংলা বর্ষের
              কিসের এত সম্পর্ক
মনের মাঝে খটকা লাগে
             নিত্য জমাই বিতর্ক।


গাঁও-গেরামে বলতে শুনি
              পেঁচা বড্ড অলক্ষী
পেঁচার ডাকে শুভ কাজের
        যাত্রাতে রয় বেশ ঝক্কি।


অযুত দূরে মঙ্গলের বাস
          মর্তে গাহি সাতকাহন
শোভা যাত্রার অগ্রভাগে
          হুতুমপেঁচা হয় বাহন।


ঠিক সমাধান কোথায় আছে
      কেউ খুলে তা বলবে কি?
মঙ্গল শোভা যাত্রাতে রয়
        আগামির সুখ শান্তি ছি!