এবেলায় লুকোচুরি, অবেলায় আঁড়িপাতা
বিবেকহীন ক্রন্দন
থ্যাটস্কোপে কানে বাজে মাতৃজঠরে মাংসপিণ্ড থেকে
ভবিষ্যৎ স্পন্দন।
অনাদি আগামির আঁতোড়ঘরে স্বপ্নের আকুতিতে
একক স্বত্ত্বার আশীর্বাদ।

সতরঞ্জিতে দাবার ঘুটি
বোড়ে, কিস্তি, কিংবা অশ্ব__আড়াইঘর যেতেও দীর্ঘ লাইন
পতিত ইচ্ছেরা পলাতক হয়
স্বপ্নেরা আত্মগোপনকৃত ফেরারী। অলক্ষে নিয়তির ছুঁ………
তবু বেহায়া আকাঙ্ক্ষায় জাগে
বিস্মৃত বলীদান।

লোকনাট্যের মঞ্চজুড়ে নিঃশব্দ পদচারণে-
একগুচ্ছ তাজা শিউলি
রাতে ফোটা হাস্নাহেনার সুগন্ধ,
বেলীফুলের মালা অনাদর অবহেলায় পড়ে রয়।

বাঁশের সাঁকোর স্থলে কক্রিটের ব্রীজ
হাড়ভাঙা খাটুনির পণ্ডশ্রম
চন্দ্রের খুঁত খুঁজে আজ ভাবিনা
এ ছিল নির্ঘাত দৃষ্টিভ্রম………
আদতে টিকে থাকার যুদ্ধে জীবনটা ভীষণ রকম স্বার্থপর।