বসন্তখামে ফুলের পাপড়ি, শিমুল কুঁড়ির ছোঁয়ায়
ডেকে উঠেছিল-ধানশালিক,টিয়া
রঙ ধরেছিল পত্র পল্লবে
রঙ ধরেছিল প্রেমিকমনে এক নবীন বসন্তে
আজ আর বাসন্তিকখামে আসেনা চিঠি
পিয়নের বাড়ি খোঁজার প্রাণান্ত নেই
হঠাৎ বৃষ্টিতে ভিজেনা নৌকোর গুলুই
অদৃশ্য পরিচিত দৃশ্য
উড়ন্ত পাখির ডানা ঝাপটানোর ঐক্যতান।


সময়ের খামখেয়ালিতে কত আর বাড়ি ফেরা
পাতাঝরার শব্দে স্পর্শের উন্মেষ
তবু অবাঞ্চিত যৌবন অপ্রত্যাশিত প্রাপ্তীর প্রতীক্ষায় দিন গুনে
নির্মোহ কালবসন্ত আসবে বলে
নতুন বসন্তে নতুন পাঁপড়িতে চরজাগা হৃদে
বাড়বে স্পন্দন, স্বপ্নলোকের কলতান।