সাত-সতের-সাতাশি সবই সমান
চলমান বস্তুর না আছে আরম্ভ, না আছে শেষ
একাকীত্বতো তারই স্বত্ত্বা—আদি আর অনন্ত
অস্থিরতা মন পুড়ায় আর ক্ষত চিহ্ন এঁকে রাখে
সময়ের তন্ত্রে।
তুমি জ্যোতির্বিদ। তাই নক্ষত্র আর তিথীর স্থানচ্যুতি
অবলীলায় মিলিয়ে ফেল অংকের হিসেবে
আর আমি ধারস্থ হই মহাকালের।জমা রাখি ধার-দেনা
এবং চাওয়া-পাওয়া।
একটি ঔজ্জ্বল্য প্রত্যুষের প্রতীক্ষায় প্রহর গুণি
ভেসে বেড়াই সময়ের ঠিকানায়।