নদীর ঘাটে আইসোগো রাই
কলসী কাঁখে লইয়া
জলের ছায়ায় রূপ হেরিবো,
কদমডালে বইয়া।


ঢেউয়ের তালে নদীর জলে
রূপে দিলে ডুব
জলের তলে জ্বলবেগো রাই
ঝিলিমিলি ধুপ।


কলসীতে জল ভরেগো রাই
উঠলে নদীর তীরে
লজ্জাতে চোখ নাওনা ফিরে
ভক্তকূলের ভীড়ে।


বাঁশির সুরে ঢেউ খেলিয়া
জলে দিলে ভর
যা হেরিলাম তা রবেগো
জন্ম-জন্মান্তর।