আজ মনভাঙা গান শুনতে বড্ড ইচ্ছে করছে
দু’চোখে বয়ে যাক অশ্রু শ্রাবন ধারায়
মনভাঙা হৃদের কান্না শুনে এক পশলা বৃষ্টি হোক
ভিজিয়ে নিক অলীন্দ।
নেতিয়ে পড়ুক শিরা-উপশিরা
এবং জন্মফসলের অনাকাঙ্খিতবোধ
কেউ অপশক্তির পূজো দিয়ে ভরিয়ে দিক হৃদয় বেদী।


আজ শুধু ভাললাগার সুসংবাদের ভেলকীবাজি
ভালবাসার অস্থির চিত্তেরা দলবেঁধে তেড়ে আসুক
তলিয়ে নিক আগ্নেয়গীরির গলিত লাভায়
সৃষ্ট হোক স্বপ্নহীন উপত্যকা
আবির্ভুত হোক জলমগ্ন প্রথম পৃথিবী।


মিথ্যে প্রাপ্তীর তপশীলে কালির আঁছড় টেনে
ফিরিস্তি লিখুক কাছারির দেওয়ান
লাঠিয়াল বাহিনী কোমরে দড়ি বেঁধে
দরবারে হাজির করুক
প্রাশঃচিত্ত হোক নিমকহারাম ভালবাসা তোমার আজ।