ভুল করে হায় ভুল করেছি
ভুলের ভেলায় ভেসে
সাগর জলের ঝিলিমিলি
জোসনা ভালবেসে।


রাতে ফোটা ফুলগুলো চায়
দেখুকনা কেউ রাতে
তাইতো সুবাস দেয় ছড়িয়ে
শিশির ভেজা প্রাতে।


জোসনা পড়ে সাগর জলে
খিলখিলিয়ে হাসে
জ্বালতে পীদিম দল বেঁধে তাই
ঝিনুক উড়ে আসে।


প্রভাত নিয়ে রাঙা আলো
আসলে ধরায় ফিরে
ধুম পড়ে যায় বন বাঁদাড়ে
পাখ-পাখালির নীড়ে।