তুমি পানের সাথে জর্দা খাও ?
খাইতো। কেন?
না, বলছিলাম কি, জর্দা খাওয়া আর সিগারেট খাওয়া দুই-ই সমান।
হুঁম! জানিনে বুঝি।
তাইতো সিগারেট খাইনা, বুঝলে?
থামো। সবকিছুতেই তোমার হেয়ালিপনা।
সোজা কথার উল্টো অর্থ করতে তোমার জুড়ি নেই
সে আমি প্রথমদিন থেকেই দেখছি।
বলিঃ আমি কি খুব খারাপ কিছু বলেছি? যত্তসব!
আমার কথা কিংবা আমাকে পছন্দ নয়, সে তুমি-
বলে দিতেই পারো। আমিতো আর বাণের জলে ভেসে আসিনি?
আমি তোমার বিয়ে করা বউ।
ঝগড়া করাতো তোমার আজন্ম স্বভাব
কোথায় আমি উল্টো সিঁধে বললাম?
আমি সিগারেট খাইনা,জর্দা খাই-এইতো।