ঝিরিঝিরি হাওয়ায় যখন
বৃষ্টি করে খেলা
বউ কথা কও গাছের ডালে
বসে করে মেলা।


ঘু ঘু-র ডাকে ভাঙা ঘুমে
আঁখি মেলে দেখি
উড়ে উড়ে বুলবুলি এক
শিকার করে রেকি।


শালিক দোয়েল জারুল গাছে
বাঁধতে শখের বাসা
খড়কুটো আর গাছের পাতায়
গড়ে বাসা খাসা।


ফিঙে নাচে ক্ষেতের মাঝে
কাকতাড়ুয়ায় বসে
মাছরাঙা মাছ ধরতে গিয়ে
চুপে অংক কষে।


আকাশ চষে ঘুরে বেড়ায়
ধুসর বরণ চিলে
দাড়কাকে তার দেখলে টিকি
কেঁপে ওটে পিলে।


চড়ুই থাকে মন আনন্দে
অট্টালিকা পরে
পাতার রেশম বাবুইর বাসা
নিপূণ শিল্পে গড়ে।


চিরচেনা পাখ-পাখালী
নিত্য মোদের  সাথী
ঘুম ভাঙানো পাখীর সুরে
বাংলা ওঠে মাতি।