একদিন এক রূপোলী চাঁদ
খোলা জানালায় এসে দাঁড়িয়ে বলেছিল-
আসবো ? রূপালী আলোয় আলোকিত ঘরে
একমাত্র জীবন্ত প্রাণী আমিই
সহাস্য বদনে এমন আবদার সেদিন উপেক্ষা করিনি
রূপালী চাঁদ এলো,ঘরের রঙ পাল্টে গেল
রাত জেগে পাহারায় ছিল- আকাশভরা তারা
সেদিন হারিয়েছিল দু’চোখের ঘুম
সুগন্ধী ছড়াচ্ছিল উঠোনের কোনে একা দাঁড়িয়ে থাকা
শিউলী। সেও কম যায়নি-
ফুলেফুলে সতরঞ্জি সাজিয়ে তৈরী করে দিল আসন
সেদিন-চাঁদ বসেছিল, আমিও বসেছিলাম
জোনাকীরা এলো, গান গাইলে দেখি-
আঁধারের সে কি লুকোচুরি
চাঁদ আর আমি একান্তে কতবারইনা বলেছিলাম-
ভোর তুমি এসোনা।
ভোর বিলম্বিত হলো-পাখি গাইলো
শুধু মুখোমুখী বসে রইলাম
আমি এবং রূপোলী চাঁদ।