বইছে বাতাস ধীরে ধীরে
হাঁটতে চলো নদীর তীরে
সূর্য গেলে দূর পাহাড়ে
হেলান বিছানায়
সন্ধ্যাতারার স্নেহ মায়ায়
বসবো দু’জনায়।


নদীর স্রোতে সাঁতার কেটে
হাঁস যেমনি খাবার ঘেঁটে
চন্দ্র তারার খুনসুঁটিতে
আকাশ ঠিকানায়
চাঁদ কিশোরীর মায়াবী রূপ
দেখবো নীলিমায়।  


আঁধার নেমে নদীর তীরে
প্রেমের সুতো গেলে ছিঁড়ে
জোৎস্না ঝিঁঝিঁর মিতালীতে
দোলবো দোলনায়
স্বপ্নালোকের ছায়াপথে
যাবো অজানায়।