তুমি যাবে, যাও
কিছুই যায় আসেনা তাতে।
তুমি থাকবে, থাকো
কিচ্ছু যায় আসেনা তাতে।
খেয়ালি সূর্যের মত, দিনশেষে ঘরে ফেরা
এবং প্রত্যুষে আবার
আপন ইচ্ছেয় কর্তব্যে প্রত্যাবর্তন।


আমি তমশাচ্ছন্ন ক্লান্তিতে ছেঁড়া গোলাপ খুঁজি
গোলাপ কুঁড়ির দল দেখি-
প্রত্যুষের আয়নায়।
যখন সেই মধ্যগগনে আকাশের চাঁদ
আমার গোলাপ খোঁজা শুরু।
কেউ জানেনা তা-
সে আমি জানি, আর জানে গোলাপ কুঁড়ি।


ইচ্ছের ভ্রান্তিতে তোমার লুটোপুটি
ঢের জানা হয়ে গেছে আমার
তা-কি টের পাইনি আগে ?
অনেক হয়েছে ব্যস। এবার থামো।
ন্যাকামি ভাল্লাগেনা আর
অপেক্ষা- তোমাকে গুডবাই।


তুমি যাবে, যাও
তুমি থাকবে, থাকো-
কিচ্ছুটি যায় আসেনা তাতে।
ধৈর্যের ধৈর্যচ্যুতি আপনার গৃহে,
বৃন্তে-বৃন্তে গোলাপ ,বসরাই গোলাপ
এবং সহস্র গোলাপের কুঁড়ি ফোটাবো আবার।