সাগরকে বলেছিলো নদী
এক টুকরো ঢেউ আমাকে দাও
আমি তরঙ্গ দেবো
পাল তোলা নৌকা দেবো
ভাটিয়ালী গান দেবো।
সাগর কথা রাখেনি,দিতে চায়নি তরঙ্গ
দিতে চায়নি আছড়ে পড়া ঢেউ।
আকাশকে বলেছিলো নদী-
এক ছিটমহল সমান নীল দাও
আমি তোমাকে কলকল স্রোতধারা দেবো
বর্ষাভরা যৌবন দেবো
আর দেবো দুকূলের উর্বর মাটির ক্ষেতের ফসল।
আকাশ তার কথা রাখেনি-
নদী তাই বয়ে চলেছে খড়কুটো ভাসমান ঘোলাটে জল
সাগরে সততই হারায় অস্তিত্ব
দ্রুত রূপান্তরিত হয় বিশাল জলরাশি
সাগরের নীলাভ জলে।
নীলাঞ্জলা, তুমিও সাগরের মতোন,
আকাশের মতোন
উদারতা শুধুই তোমার নিজস্বঃ
তোমার জন্য সংরক্ষিত।
আমি চেয়েছিলাম তোমার উষ্ণ হ্নদয়ের এক চিলতে ভূমি
বুপন করবো ভালবাসার বীজ
প্রেমের ফসল, সৃষ্টির সেরা শস্য।
তুমিও কথা রাখোনি নীলাঞ্জনা, তুমিও।