আইছে পানি খালে বিলে
ভরছে নদীর বুক
ছৈয়্যাওয়ালা নাইওরি নাও
আটকেনা আর চোখ।
নয়া পানির হিমেলপরশ
মাছের লাফালাফি
দল বেঁধে নেই ছেলেবেলার
সে কী ঝাঁপাঝাঁপি।
বদলে গেছে কালের গতি
বদলে গেছে গাঁ
সেকালের সেই স্মৃতির টানে
মন করে খাঁ খাঁ।
ভাসছে পেনা বসছে ফড়িং
উড়ছে ফড়িং ভূঁ
হঠাৎ উড়ে ফিঙে এসে
ফড়িং নিয়ে ছোঁ।
ভাবনা যেন স্রোতের মত
ভাটির টানে চলে
সেকাল একাল হয়না সেঁকো
বিবর্তনের ফলে।