বর্ষা এসেছে কি আকুল ধারে,
পড়েছে বারিধারা রাতভোর ধরে,
তুমি কি শুনেছো সেই অবিরাম বাদলের গান?
কেন জাগাওনি মোরে!

দূরের আকাশে মেঘ খেলা করে,
কখনোও হয় নীল, কখনোও বা সাদা,
টুপটাপ, ঝিরঝির, বৃষ্টি ঝরে পড়ে,
তুমি কেন জাগাওনি মোরে।

ঝরঝর ঝরঝর  
বারি পড়েছে যে নিরন্তর,
ভোরের পাখীরা গান করে,
প্রাণভরা সুমধুর স্বরে,
ভিজে যায় তাদের সোনালী পাখা,
জানাতে চায় তারা কোন গোপন কথা,
একে ডাকে অপরেরে,
তুমি তো জাগাওনি মোরে!

কি ঘুম এসেছিল আমার চোখে,
কি স্বপ্ন দেখেছিলেম রাত-ভোর থেকে,
তুমি কি এসেছিলে স্বপনে আমার,
নিয়ে বকুল ফুলের ডালি তোমার
আমি কি তোমায় দিইনি সাড়া,
খুলিনি কি আঁখি আমার,
কেন জাগাওনি মোরে!

মেঘের ডাকাডাকি, হাওয়ার কানাকানি,
ছড়াছড়ি আকাশে রঙের!
যেন হোলি খেলা চলেছে কোথায়!
আমার সাদর আমন্ত্রন সেথায়!
মনে-প্রানে কি এক শিহরণ,
নিয়ে গিয়েছিল আমায় -
কোন এক স্বরগে,
ঘুম এসেছিল চোখে,
তুমি তো আমায় জাগাওনি!