তুমি আমাকে কবিতা পড়তে শিখিয়েছিলে।
অনেক অনেক দিন আগে,
যখন শুধু তোমাকে দেখার জন্যে
সব খেলা ফেলে চলে আসতাম!
যখন শুধু তোমার পাশে বসার জন্যে
সব আনন্দ তুচ্ছ করে চলে আসতাম।
তোমার অভিমানী মুখ, ছল ছল চোখ,
মান ভাঙানোর জন্যে সব কাজ ফেলে
চলে আসতাম।
মনে হতো মুছিয়ে দিই চোখের জল।
তুমি ভুলে যেতে রাগ,
মন ভোলানো হাসি হাসতে,
আমার পৃথিবী সূর্য্য কিরণে প্রভাসিত হয়ে উজ্জ্বল হয়ে উঠতো।
আকাশ রঙীন হয়ে যেতো,
বাতাস মধুর হয়ে যেতো।
আমি সব খেলা, সব কাজ, সব দায়িত্ব ফেলে চলে আসতাম,
শুধু তোমার প্রাণে একটু দোলা দেওয়ার জন্যে,
শুধু তোমার চোখে চোখ চাওয়ার জন্যে,
শুধু তোমার ঠোঁটে হাসি আনার জন্যে,
পৃথিবী ভুলে যেতাম,
শুধু তুমি, আমি, আর কবিতা।