কোলকাতায় গেলে তোমার সঙ্গে দেখা হবে।
তাই মাঠের পথ ধরে, দুমাইল হেঁটে হেঁটে গেলাম স্কুলে,
তাই স্টেশনে বসে অঙ্ক করলাম ট্রেন লেট হলে,
গভীর রাতে জেগে জেগে মুখস্থ করলাম বায়োলজী,
তুমি তখন কি আমার কথা ভেবেছিলে?


কোলকাতায় গেলে তোমার সঙ্গে দেখা হবে,
এই আশা বুকে নিয়ে কতোদিন গেল কেটে,
তোমার অভিমানী চোখ, তোমার মিষ্টি হাসি,
ভাবলাম, আমার জন্যেই থেকে যাবে।
তুমি কি ভেবেছিলে আমাকে?


এলাম কোলকাতায়, পূর্ণ হলো আশা।
প্রকাশ করার ছিল না তো ভাষা!


ভীরু ভীরু উৎকন্ঠিত মনে,
দেখাও হলো তোমার সনে।
মনে হলো, তুমি আছো কি আমার জন্যে?


সেই অভিমানী চোখ আছে কি আমার অপেক্ষা করে?
উত্তর পেলাম না, তুমি কি গিয়েছিলে সরে,
দূরে, বহূ দূরে?