এই ভোরবেলাতে আসো তুমি অনেক কাছে,
দূর আর নিকট - বেশী কি তফাত আছে?
দূর হয়ে যায় ভীষন আপন,
কিছুই যখন থাকে না গোপন,
মনের কথা বলি যখন একে অপরেকে!

তুমি থাকো আমার হৃদয় মাঝে!

রাত হয়ে যায় শেষ,
চোখ তখনও বোজা,
ভোরের আলো অল্প করে
পড়ছে আমার জগত জুড়ে,
আমি শুধু ভাবি তোমার কথা।

দূর থাকে না দূর হয়ে,
আকাশ-বাতাস সব ছেয়ে,
তুমি আছো, আমি আছি,
আছে মোদের সুখ, আছে মোদের দুখ,
অনন্ত এই আকাশ ভরা,
ভোরের আলো আকুল করা,
নীল আকাশের তলে,
অনেক দূরে, অনেক কাছে,
তুমি আছো, আমি আছি -
এই কথাটাই বলে!