ঘড়ির কাঁটা বলছে
দুপুর ঢুকে পরেছে
আমার পাড়ায় সুরসুরিয়ে
সরকারের কলপাড়ে লাইন
পরেছে জলের বালতি-কলসী ভরার
দাউ দাউ করে জলছে আগুন
যা লাগিয়েছে সূরযো মামা
আচাঁরের গাড়ী ঘনটি বাজিয়ে
ঢুকে পরেছে ঐ রাসতার মোড়ে
কুলফী কাকুর ভেনের পিছনে
দৌড়াচছে ইসকুল ফেরত কিছু ছেলেরা
টিফিনের পয়সা দিয়ে কুলফী খাবে বলে
সেনানের পরে রমনী বারানদায় এসেছে
ভেজা গামছা টা রোদে শুকোতে
ভিজে চুলের সোঁদা গনধো
মাতাল করে দিল চিরুনীটাকে
এলো চুলের গাঁ ঘেষে  থাকতে্ চাইছে
আরও কিছু সময় খানিক
বাতাস দিচছে্ দূরের ঐ আমের পাতা
আমগুলো ডালে ঝুলে জানান দিচছে
আজ বিকেলে ঝড় এলে আমি নামবো
তোমার ঐ মিষটি কোলটায়