ভূখন্ডের একধারে
সূর্য প্রকাশিকত হয়েছে
সবে মাত্র কিছু সময় পূর্বে
রাতের চাঁদ তারারা ঢেকে গেছে
সূর্যের দিপ্তীময় প্রভার আচঁলে
বাতাস ঘুম ছেড়ে নতুন সকালের
মুক্ত সজীব বায়ু আনায়ন করছে পরিবেশে
ফুলেরা প্রস্ফুটিত হচ্ছে নব দিনের তরে
পাখিরা সব বাসা ছেড়ে উড়ে বেড়াচ্ছে
এক নতুন দিগন্ত পেতে ঐ অম্বরেতে
সারা পরিবেশ যখন সাজছে নব রূপের কারুকার্যে
তখন মানুষেরা আঁধো আঁধো ঘুমের কোলে
মুখ লোকাচ্ছে বালিশের আদরে
বিছানা বলছে সময় হয়েছে তাকে বিদায় জানাবার
বাইরের সকালের স্বর্নালোকের এত সুন্দর শোভা
আজ না দেখলে হারিয়ে ফেলবে তার এই প্রভা
চোখ মেলে দেখ অতুল সৌন্দর্যের দিন অপেক্ষা
করেছে তোমায় এত মলিন সকালে
সুস্বাগতম্ জানাবে বলে।।