আমি আমার এই জীবন
মনের ভিতর প্রতিক্ষণ
উথ্থিত হয় ভাবাবেগের
কিছু শব্দ যারা কলমের আকারে
খাতার পাতায় রূপায়িত
হয়ে যায় আমার হাতের লেখায়
গঠিত হয় কবিতা রূপ নিয়ে
আমার এই ছন্দযোগের পিছনে
যার অবদান সব চেয়ে বেশী
আমার শিক্ষাগুরু বাংলার কবি
বিশ্বকবি সবার কবি কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুর
শতকোটি প্রনাম জানাই তাঁর শ্রীচরণে
কবিগুরুর শিক্ষা না পেলে
আজ আমার লেখার ভাষাই পেতাম না ঠোঁটের ডগায়
এই বাংলার আকাশ-বাতাস-ফসল-সংস্কৃতি
চেনাই হতো না মনের চোঁখ দিয়ে
বলাই না সৃষ্টি হলে
উদ্ভিদের সুপ্ত ভালোবাসার
কথা জানতেই পারতাম না
ঘরে-বাহিরে না এলে দুটোর মধ্ধে
তফাৎ করতে পারতাম না
ওনার লেখা না পড়লে
বাংলা ভাষার বিরাট আসরের
মধ্ধে ডুবতে পারতাম না
সম্মান জানাতে পারতাম না
আমার মাতৃভাষার চরণে
আমার শ্রদ্ধেয় গুরু
বাংলা ভান্ডারের যে অশেষ ধন
তিনি বিলিয়ে গেছেন বাংলার মাটিতে
নিজের চেস্টায় তার এক কনাও যদি
আমি সংগ্রহ করতে  পারি
তাহলে ধন্ন্ প্রভু আমার জন্ম
তোমার এই সোনার বাংলায়।।