সময়
যার হাতে নেই
একটুও বিশ্রাম নেবার সময়
প্রতিদিন প্রতিমুহূর্ত
সে বয়ে চলেছে অনন্ত
ভাবার বা শোনবার
কোনো কিছুরই বিরাম নেই তার
নির্ধিধায় বয়ে চলেছে
সাগরের অপার ঢেউয়ের ছন্দে
যে মূহুর্তটা কেটে গেছে
সেই অতীতটাকে ভুলে গেছে সে
যে বর্তমানটা চলছে
সেও তার সাথে চলে যাচ্ছে
যে ভবিৎষতটা আসছে
তাও অজানা অচেনা সময় কে
বয়ে নিয়ে চলে যাবে
তাই সময়ের কাছে সময় কে
ধরতে পারাটা খুব কঠীন
গেছে-চলছে-যাবে এই
তিনটেকেই সময় র ধারা
হিসেবে আমাদের মেনে নিতে হবে
সময়ের একটু মূল্ল বুঝতে গেলে
আগে সময়ের অচিন পাখিকে ধরতে হবে
নইলে তা সময়ের সাথে হারিয়ে যাবে।।