এই ছুটন্ত জগতে
প্রতিটি সময় ছুটে চলেছে
সামনের পথ ধরে
প্রতি মূহুর্তকে আমরা
নানা কাজের অছিলায়
ডুবিয়ে রাখি মনটাকে
ভোর থেকে শুরু হয়
প্রতিদিনের রূটিন
সারাদিন পরে রাত্রের
ঘুম যখন চায় একটু
বিশ্রাম পেতে তখন
পরের দিনের কাজের
হিসেব করতে করতে
ঘুম আশ্রয় নেয় আলার্মের কাটায়
এই দুনিয়ায় আমাদের নিজের জন্য
সময়টা হারিয়ে গেছে হাতঘড়িতে
এই পৃথিবীটাকে উপহার হিসেবে পেয়েছি
জন্মের পরে চোখের পাতা খুলে
তবুও এই পৃথিবীর প্রতিটি
দিনগুলো আজ আমাদের কাছে
শুধুমাত্র দিন পণজিকার কয়েকটি
অক্ষর হয়ে উঠেছে সাজানো পাতার মধ্ধে
তবে এত দূরন্ত পৃথিবীতে আজ যারা
নিজেকে বাইরের সমস্ত কর্ম থেকে বিরত
রাখতে পেরেছে সমস্ত দায়িত্ব থেকে ছুটি নিয়েছে অনন্ত
সময় যাবৎ বাইরের সব উদ্বেগ তার কাছে মূল্লহীন
শুধুমাত্র নিজের জগৎটাকে ভালোবেসে
নিজের ইছ্ছেগুলোতে স্বপ্নের ডানা চাপিয়ে
ঘুরে বেরাতে পারছে আজ বিনা বাধায়
প্রতিটা দিনের প্রতিটি মূহুর্তের আনন্দটাকে
চেটেপুটে নিতে পারছে বিনা দ্বিধায়
আজ তার চেয়ে সুখী কে হতে পারে?
এই জগতে তৈরী কৃত্তিম সুখ কে বাদ দিয়ে
শুধুমাত্র সে প্রকৃতির কোলে উৎপন্ন হওয়ার পরে
পরিবেশের পরিবারের প্রতিটি সদস্সের সাথে
নিজেকে সম্পূর্নভাবে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়েছে
আজ তার নাম এই সমাজের কাছে
নিতান্তই একটা পাগল!!