আজ একটা চলন্ত দিন
চলন্ত সময় চলন্ত বর্তমান
নিজস্ব নিয়মের তালে পা মিলিয়ে
একে একে পরিবেশিত হচ্ছে সারাদিন
দিনের বাতাসটা কখোনো শান্ত
কখোনো বা তপ্ত অভিশপ্ত
হঠাৎ কখোনো মনটাকে গ্লানিভরা
ক্লান্তির গহ্বরে নিয়ে যায় টুপ করে
কিছু ভুল করার অপমানে
অবসাদের জালে জড়িয়ে পরে মন নিজের অজান্তে
দিনের অগ্রভাগে মানুষ পেটের স্বার্থে
অবিরাম ভাবে মেতে থাকে টাকা রোজগারে
আর পশ্চাতভাগে দৈহিক মননের স্বার্থে
ঘুম নামক বশের আদরে বিশ্রাম নিতে শায়িত হয় দেহ
তবে এরই মাঝে মন কিন্তু তার গতিশীলতা অক্ষুন্ন রেখে
আনন্দ রাগ অভিমান পীড়া হিংসা ভালোবাসা
এই সবকিছুর সাথে প্রতিদিন প্রতিসময়
ছুড়ি ঘোড়াচ্ছে মনের ওপর অবিরাম ভাবে।।