"শিল্পী "
এই নামাটি একটি
বিশেষ সম্মানের ঐতিহ্য
বহনকারী সারা সামাজে
আমাদের পাঠ্যগত বিদ্যা
থেকে আমরা অবগত
হয়েছি সামাজিক শিল্পীদের
ভুমিকা ও জীবিকা সম্মন্ধে
কামার -কুমোর -তাতি-মাঝি
বাউল ইত্যাদি শিল্পী জাগতের
অন্যতম ব্যক্তিতের মধ্য দিয়ে
তবে এই জাগতের সংসারে
প্রতটি মানুষই শিল্পীর অস্তিত্ত নিয়ে জন্মায়
মনের ভিতরে সুপ্তাবস্থায় বপন করা থাকে
শিল্পীর "গুনমান " ভরা সাজি
কিন্তু সব মানুষের মধ্যে এই
শিল্পীর বিশেষ ধন থাকলেও
তা পারিপার্শ্বিক, আর্থিক, সামাজিক, মানসিক
পরিস্থিতির কবলে পড়ে
মনের অন্দরেই তা
দগ্ধে দগ্ধে মরনের কবলে পতিত আজ
শিল্পী জগতের এক বিরাটরূপ
আজ এভাবেই তিলে তিলে
শেষ হয়ে গেল প্রতিমুহূতে
তবে আমাদের সকলকে মন থেকে
বলতে হবে আমরা সকলেই শিল্পী।।