মন কেমন আছিস তুই?
সেই ছেলেবেলা থেকে
অবিরামভাবে কাজে ব্যাস্ত তুই
মন ভাল আছিস তো তুই
কত কিছু মনে রাখতে হয় তোকে
সেই জন্মের পর থেকে
তোর মত কাজ এই জগতে
আর কাউকে করতে হয় না রে
নিজের নাম,বাবা র নাম,মা র নাম
সবার প্রথম মনে রাখতে হয় তোকে
তারপর তোর শুরু হয় কাজ
এরপর নানান কথা জমাট বাধতে হয়
তোর মাথায় একাবারে শক্ত করে
২০ঘরের নামতা থেকে শুরু করে
আমাদের জাতীয় সংগীত, বিদ্যালয়ের নাম
বাড়ির ঠিকানা এই সব কিছুই মানুষেরা
তোর কাছে গচ্ছিত রাখে
তারপর একটু বড় হলে
আস্তে আস্তে স্কুলের বই এর পড়া,
আকার নিয়ম,সাতার কাটার নিয়ম,
সাইকেল চালানোর নিয়ম সব কিছু
তোকে ভালভাবে মাথায় রাখতে হয়
সত্যি কী ভীষন চাপ রে তর!
কি করে পারিস তুই এত কিছু মাথায় রাখতে?
তারপর আর একটু বয়স হলে প্রিয়জনের
ফোন নাম্বার, এটিম এর পাসওয়ার্ড, লকারের নাম্বার,
ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নিজের লাকি নাম্বার,
এই সমস্ত কিছু মনকে জমাট বাধতে হয়
সারা জীবন ধরে তুই এতকিছু মনে ধরে রাখিস
সত্যি তুই সারাজীবন ধরে সারথী আমাদের
সব চেয়ে দামী তুই সকলের জীবনে
কোনোদিনো যদি তোকে আঘাত দিয়ে থাকি
আমায় মাফ করে দিস
সবসময় মনকে প্রফুল্ল রাখিস।।