"ভালবাসা"
কথাটার অর্থ সত্যি অদ্ভুত
এই দুনিয়ার জন্মলগ্ন থেকেই
উদ্ভভ  ঘটেছিল এই শব্দের
প্রকৃতির মধ্যে গাছের পাতা,ফুলের দল,
পাখির গান,বাতাসের দোলা,আকাশের অনন্ত সীমা
এদের মধ্যে সঞ্চারীত হয়েছিল ভালবাসার প্রথম বিন্দু
আমাদের পারিবারিক সম্পর্কের মুল বাধন হল
চার শব্দের এই "ভা লো বা সা"
বাড়ী ভরতি লোক আছে কিন্তু
ভালবাসা না থাকলে প্রাণহীন লাগে বাড়িটাকে
প্রতিটি ভোরের রবি প্রতিটি রাতের  চন্দ্রের
চাবিকাঠি হল ভালবাসা
কিন্তু এই ভালবাসা নামটির অপব্যবহার করে
এই সমাজের কিছু মুর্খরা নিজের চারিত্রিক আয়নাটা
বজায় না রেখে বিপরীত লিঙ্গধর মানুষটার প্রতি
এক যৌবন নামক বিপাকের প্যাচে নিজকে জরিয়ে
ভালবাসাটাকে দুদিনের পরিচিত মানুষটার কাছে
সামান্য একটা শব্দ হিসাবে লাঞ্ছিত করে,
সত্যিকারের ভালবাসা কখনো দেখানো যায় না
যেটা দেখান হয় সেটা নিজের সম্মানটাকে
নীংরে সেই মানুষটার কাছে নিজেকে বরাই করা
"ভালবাসা" একটা মিস্টি স্বপ্ন
যেটা চোখ বুজলে অনুভব করা যায়
ভালবাসা কোনো আকর্ষণ নয়
এটা অতিমুল্য সুন্দর একটা ভাবনা যা
চীরকাল মানুষকে বেচে থাকার সাহায্য করে
"ভালবাসা" একটা আস্থার একটা বিশ্বাসাসের
একটা শ্রদ্ধার একটা ভরসার
এই "ভালবাসা" সবার জন্য কিন্তু
সবাই এই "ভালবাসার" জন্য নয়।।