"নমস্কার"
আপনার ভিতরে
অবস্থিত ঈশ্বরকে
জানাই আমার প্রনাম।
দুই হাত জড়ো করে
অন্যের সামনে মাথা নিচু করে
এই 'নমস্কার' জানানোর প্রথা
শুধুমাত্র ভারতবর্ষ মধ্যস্থ  বাংলাতে আছে;
আসলে এই ভংগিমাই হল বাঙালীয়ানার প্রথম নিদর্শন
আমারা মনে করি প্রতিটি মানুষের
অন্তরে বাস করেন স্বয়ং ঈশ্বর ;
তাই অন্য মানুষের সাথে যখন
আমাদের দেখা হয় তখন
সবার আগে আমরা তার প্রতি
প্রনাম জানিয়ে আলাপচারীতা শুরু করি;
জগতের কোনো দেশেই এভাবে মানুষকে
সম্মান জানানো হয় না;
আমার সামনে উপস্থিত মানুষটি
যতই আমার খারাপ করুক না কেন
আমার শত্রু হলেও আমি তাকে
দুহাত জড়ো করে "নমস্কার" জানাবো
এই "নমস্কার" আমাদের দেশের প্রধান সংকেত।
"নমস্কার"।।