আজ আষাঢ়ের
বুকে এ কোন অকাল
ফাগুন ঘিরে রেখেছে
সারা পল্লীজীবন কে?
আকাশ পানে কে যেন
দুচোখ ভরে নীল রঙ দিয়েছে উপুর করে,
গাছের পাতাতে সবুজ-সোনালি রঙ
যেন চোখ ধাধিয়ে দিচ্ছে চারিদিকে,
ফুলের মন কাড়া রঙ যেন দিকে দিকে
ফাগুনের বনে বসন্তের জানান দিচ্ছে,
পরিবেশের সুসজ্জিত বাহার চোখে পড়ছে বারবার;
তবে বৃষ্টির ক্ষণে প্রকৃতির এরূপ আচরণ
সত্যি আমাদের  চোখে প্রলোভন
ভরিয়ে দিয়ে প্রকৃতি কোনো
বিপদের সংকেত দিচ্ছেনা তো;
আজ প্রকৃতির এই মহারূপকে
এত ভালো লাগলেও
এই অসময়ের ভালোবাসার
আড়ালে কি কোথাও
লুকিয়ে রয়েছে বড়ো ঝঞ্জা?
এ ভগবান রক্ষা করো আমাদের
এই মাতৃসম প্রকৃতিকে;
বৃষ্টির জলে ভরিয়ে দেও
এই শুষ্ক প্রকৃতিকে ;
রক্ষা করো বাদল দিনের মানকে।।