"বিরত"
শব্দটা কিছুটা
বুঝেও না বোঝর ভাষা।
শিক্ষার ভাষায় বিরত বলতে বোঝায়;
কোনো কাজ থেকে নিজেকে সরিয়ে
সেই কাজকে নিজের দিনভর কাজের
তালিকা থেকে বাদ দেওয়া।
তবে,
         আমার মতে;
"বিরত" শব্দ যতই কাজ থেকে
ছুটির আভাস হোক না কেন?
আমার ক্ষেত্রে সেই "বিরত"মানে;
কিছু মুহূর্তের ধারাকে নিজের থেকে
দূরে সরিয়ে রাখা,
সেই সময়ের একাকীত্বের
হাতছানিটা বেশি করে
আমাকে আমার কাজের মূল্যটা বুঝিয়ে দেয়।
তাই কিছু মুহূর্ত সময়;
বিরত নিয়ে ছিলাম লেখা থেকে ;
তবেই তো আজ আরো ভালভাবে
আমার আর লেখার সম্পর্কটাকে
অনুভব করতে পারছি।।