মানুষ জন্ম থেকে
আমৃত্যু জীবনের
নানা কর্তব্যের ভিড়ে
ডুবন্ত সবসময়।
দেহ-মন ক্লান্তির ছাপে
উদ্বিগ্ন হয়ে উঠে চলার পথে।
প্রতিদিন সকাল থেকে সাঁঝে
জীবিকার দরুন বহু মানুষকে
বাড়ির বাইরে দূর-দুরান্তে যেতে হয়;
পথ চলতি একলা মানুষের
ট্রেন নামক যানের সবচেয়ে বেশী প্রয়োজন,
অল্প সময়ের মধ্যে নানা গন্তব্যস্থানে পৌঁছানোর তরে।
এই ট্রেনেই আমি মনুষের সেবার
দরুন জন্ম নিয়েছি;
বিধাতা আমার ভাগ্যে অতি সুখনীয়
এক কর্তব্য আরোপ করেছেন,
তাই আমি প্রতিদিন আমার সকল যাত্রীদের
হাতে হাত রেখে তাদের চলার সময়ে
একটু বিশ্রাম দিই সুরক্ষার সাথে।
আমি ট্রেনের কামরার "ঝুলন্ত হাতল" হিসেবে
এভাবেই সারাজীবন কাটাতে চাই।
তবে ক্ষনিকের বন্ধুর হাতের ছোঁয়া পেলেও
মাঝে মাঝে জনশূন্য ট্রেনে
যখন নিজেকে একাকী মনে হয়;
তখন সারাদিনের  স্মৃতির মধুরতা
আমার মনের সান্ত্বনার একমাত্র আস্তানা।।