এই পেট
তোর কি কোনো মায়া মমতা নেই?
সাত সকাল থেকে শুরু হয়ে যায়
তোর খেল।
ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার মায়ের হাতে বানানো চা চাই,
তারপর তোর ব্রেকফাস্ট ,
দুপুরে ভারী লাঞ্চ,বিকালে স্ন্যাক্স,
রাত্রে আবার লাইট ডিনার চাই;
বাপ রে বাপ তুই পারিসও বটে।
সারাটা দিন শুধু খাই আর খাই।
এছাড়া কি তোর কোনো কাজ নাই?
কিছুকাল না খাবার পেলে তুই পেটের মধ্যে
মোঁচর মারতে থাকিস।
আমাদের এই এত সুন্দর পৃথিবীতে
আমাদের জীবনটা শুধুমাত্র তোর জন্য হেল হয়ে গেল।
তোর খিদে মেটাতে রাত নেই দিন নেই
মানুষ শুধু দৌড়াচ্ছে কটা টাকা রোজগারের জন্য,
যাতে সেই টাকা দিয়ে প্রয়োজোন মতো খাদ্যদ্রব্যাদি
কিনে তোর খিদে সম্বরন করতে পারে।
তোর জন্য সমাজের বিভিন্ন স্তরে মানুষের বিভেদ হয়েছে;
কিছু লোক যারা বেশি টাকা আয় করে ভালো ভালো
খাবার তোকে জোগান দেয় তাদের উচ্চ সম্মান দিস তুই;
আবার যারা মধ্য মানের আয় করে তোকে খাবার জোগায়
তাদের তুই মধ্যবিত্তের দলে ফেলিস;
আর যারা দিন মজুরের কাজ করে অনেক কষ্ট করে
তোর খিদেকে একটু শান্ত করে তাদের তুই নিম্নবিত্ত বলিস।
তোর জন্য শুধুমাত্র তোর জন্য মানুষে মানুষে
হিংসা-অহংকার-লালসা এসেছে।
তুই যে কেন জন্ম নিলি এই মানব শরীরে!
তোর জ্বালা মিটাতে কয়েকশ্রেনীর
মানুষ চুরি-ডাকাতি কে নিজেদের রোজগারের আয় হিসাবে মেনে নিয়েছে যার জন্য তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হয় আদালতে শাস্তির আদেশ মেনে।
হে ভগবান আমাদের দেহের মধ্যেই এমন একটা
শত্রু কে স্থান দিয়েছো যে প্রতি মুহুর্ত আমাদের সাথে
অন্যায় করে চলেছে।
সত্যি পেটের জ্বালা মহা জ্বালা।।