আমি যদি
সূর্য হতাম
তবে রাতের শেষে
পূব আকাশে আলো হয়ে ফুটতাম,
আমি যদি
মেঘ হতাম
তবে আকাশের গায়ে
সারাদিনের তরে লিপ্ত হয়ে থাকতাম,
আমি যদি
সবুজ হতাম
তবে প্রকৃতির পরিধেয় বস্ত্র হতে পারতাম,
আমি যদি
বাতাস হতাম
তবে দেহের পশমকে আঁদর করতাম,
আমি যদি
ফুল হতাম
তবে সখীর গলায় মালা হয়ে থাকতাম,
আমি যদি
পাখি হতাম
তবে দিগন্তের পর দিগন্ত উড়ে যেতাম,
আমি যদি
ঝরনা হতাম
তবে তৃষ্ণার্ত পাথরের বুকে জল সিঞ্চন করতাম,
আমি যদি
ভাবনা হতাম
তবে কবির মনের মণিকোঠাতেতে জায়গা করে নিতাম,
আমি যদি
অতল সাগরের
মাঝে ভেসে যাওয়া নৌকা হতাম
তবে রাতের চন্দ্রিমা মাখা
জলের ওপরে রূপকথার ছবি আঁকতাম,
আমি যদি
স্বপ্ন হতাম
তবে সারা রাত মানুষের
দুচোখ জুড়ে থাকতাম,
আমি যদি
জ্যোৎস্না রাতের
চাঁদ হতাম
তবে পবিত্র ভালোবাসার  সাক্ষী হয়ে থাকতাম।।