হোক না মনের দেওয়া নেওয়া
সঙ্গে থাকুক ফাগের ছোঁয়া।


বাউল কবির মিঠে সুরে
জাগুক না প্রেম নতুন করে।


বন্ধু ঘুচুক দীর্ঘ আঁধার
বসন্ত হোক মধুর সবার।


রইবে কেনো রুদ্ধ ঘরে
দেখো রঙের মেলা চারিধারে।


মিছে শাসন মিটুক না হয়
হাসির রোলে,  সুরের ছোঁয়ায়।


ভাঙের নেশায়, মাতাল চালে
শ্রান্তি কাটুক,নাচের তালে।


মিটবে মনের ক্ষত তবে
হাতে হাত রাখো সবে।।