মরুভূমিতে আমের চাষ , শুরু করলেন কোদাল দাশ-
এই না দেখে পেটুক বলে, কি ফলাবে, গোলাবখাশ?
হ্যাঁ গো ভায়া, বঙ্গ হতে বীজ এনেছি চোদ্দ গ্লাশ,
গোলাবখাশের দোকান দেব,ব্যবসা হবে বিনদাস!


পেটুক ভাবে এই গরমে আমের পানা,সঙ্গে লুচি একশখানা!
পেট বাবাজি ডিগবাজি খায়,গোলাব দাদা আসবে বলে,
আর কি চাই এ জীবনে,যাক না সব রসাতলে!


একুশটি  দিন কাবার করে পেটুক গেল আমের খোঁজে,
কোদাল তখন কাঁটার বনে ঝিম মেরেছে হুঁকোর টানে!
এ কি দাদা, এসব কি? গোলাব হবে কাঁটার বনে?-
আর কি বলি ভাই তোমাকে, কি যে হল সর্বনাশ!
বঙ্গ দেশের আমের বীজে ফলল কিনা কাঁটার গাছ!!