তখন সময় মন্দাক্রান্তা লয়ে
বিস্ময় ছিল প্রতিটি আবছা ভোরে
তখন আমরা যখন যেখানে থাকি
ডাক পড়লেই ফিরেছি নিজের ঘরে
আনন্দ ছিল অনায়াস আয়োজন
মাটিতে আসন পরমান্নের বাস
খোলা প্রান্তর নিষেধ না মানা ছুট
তেরোপার্বণ ব্রতকথা বারোমাস
এখন পৃথিবী তুরগ গতিতে ছোটে
দূরে দূরে ভাসা নির্জন একা দ্বীপ
অনেক গঙ্গা বয়ে গেছে আগে পিছে
ভাঙা সেতু আর অধরা অন্তরীপ
অথচ এখনও হেমন্ত ঋতু এলে
আঙুল জড়ায় চন্দন চুয়া ফোঁটা
ভাইটি আমার বেঁচে থাক চিরদিন
যমের দুয়ারে পড়ল বোনের কাঁটা


বন্দনা মিত্র