খুব কাছাকাছি এলে বোঝা যায়
এখনও কিছুটা বাকি আছে।
পাথরের মত চুপ করে থেকে থেকে
অথচ পাথর নয় , মানুষের মত -
কোথায় কখন কোন লুকোনো খোঁদলে
দু ফোঁটা নোনতা জল ...
নিভু নিভু মোমবাতি , গলন্ত মোম ছুঁয়ে
কতজন্ম পার করে বেঁচে আছে
গভীর উৎসমুখে অনাবিল ভালবাসা,
সরস্বতী নদিটির মত গোপনস্বভাবা।
অতল খাদের দিকে ঝুঁকে ,
এক পা শূন্যে রেখে
বোঝা যায়, ঠিক বোঝা যায়,
মানুষ এখনও কিছু মানুষের আদলেই রয়ে গেছে।