বছর আসে বছর যায় কপাল জুড়ে ভাঁজ
ব্যস্ত জীবন ব্যস্ত যাপন শেষ হয় না কাজ
ক্যালেন্ডারের একটি তারিখ মনে করায় নাকি
কাজের ভীড়ে কয়েকটা কাজ
থেকেই যাবে বাকি।
কয়েকটা বই পড়ার ছিল কয়েকটা ক্যানভাস
সময় পেলেই লিখে নিতাম
কয়েক পাতা ব্যাস-
সময়বুড়ো খুঁড়িয়ে চলে রুগ্ন নদীর মত
পলি মাটি শ্যাওলা পাতা
জমছে নিয়মমত।
সৃষ্টি সুখের ফালতু খুশি নিভে আসবে ক্রমে
ইনসিয়রেন্স , হাউসলোনের
কাগজ উঠবে জমে।
জগিং ট্র্যাকে ছুটতে ছটতে একটু থেমে শোন
আগলে রাখিস যত্ন করে কলম তুলি মন ।


বন্দনা মিত্র