আমাকে ডেকেছে জল
একা একা মুখোমুখি হতে।
পাঠিয়েছে খোলা চিঠি
এই বার
বোঝাপড়া যা হবার হয়ে যাক।
এতদিন ভয়ে ভয়ে তীর ছুঁয়ে ছুঁয়ে
চিটচিটে সুখ আর শৌখিন শোকে
বাঁকুরার টেরাকোটা পুরীর ঝিনুকে
সাজিয়েছি কাচের  শোকেস
পা পা হাঁটি হাঁটি চতুর কুটিল পায়ে  
তাবিজ মাদুলি বেঁধে মাথা ঠুকে ফুল ছুঁয়ে
সাবধানে  পেরিয়েছি
পরিচিত রাস্তার মোলায়েম গলিঘুঁজি।
সবকিছু তছনছ করে এইবার
বোঝাপড়া যা হবার হয়ে যাক।
আমাকে ডেকেছে জল
ফুলে ফেঁপে বাঁধ ভাঙা ফণা তুলে
বিপদ জনক।
ঘোলা জলে ধুয়ে গেছে
আমার নিজস্ব গ্রাম, তিন হাত ভূমি।
ঈষৎ মৃত্যু ছুঁয়ে
নিরুপায় শেষ অবরোধ।
এই বার বোঝাপড়া যা হবার হোক।