অসহ্য  তৃষ্ণায় যখন জ্বলে খাক সর্বস্ব
টানা অজন্মা ঋতু চলেছিল জন্মশোধ
নষ্ট ঠোঁট, দেহ, আত্মা - যেটুকু সবুজ ফলেছিল ইতস্তত
শরীরের বিস্তৃত খেতে,  রোদে ঝলসে রুখু কাঠ …।
এমন মন্বন্তর কালে,  ভেসে আসা মেঘের মত
এক পশলা বৃষ্টির ছোঁওয়া –
এক পশলাই মাত্র – তার বেশি কোথায় পাবে?
তুমিও তো রোদে পোড়া ছাপোষা গেরস্থ লোক।


বন্দনা মিত্র