দর্পণে দেখেছে সে মুখ
সযতনে এঁকেছে তিলক
প্রতিবিম্ব স্মৃতি ধরে রাখে
দর্পণ বড় প্রতারক।


ঢেউগুলো উথাল পাথাল
সৈকতে নেমেছিল কাল
অবসরি জাহাজটি স্থানুবত স্থির
অন্ধকার খুব গাঢ় হলে
রাত্রি এসে ঘন নীল জলে
সঙ্গম প্রার্থনায় পেতেছে শরীর।


লোনা হাওয়া কুরে খায় হাড়
বেনোজলে ভেসে যায় শোক
পোড়া কাঠে উদাসীন ধোঁয়া
স্মৃতি তুমি বড় প্রতারক।


বন্দনা মিত্র