পাখিটা বসবে কোথায়
কাছে পিঠে গাছ নেই আর
রাস্তা চওড়া হচ্ছে ,
মাঠ জলা ভরাট হচ্ছে
উন্নয়ন দরকার।
গাড়ি নয় চলবে কোথায়?
পাখি তাই আজ ফেরারী।    
ইঁট লোহা আকাশ ভেঙে
এলোমেলো এধার ওধার
ফণা তোলে সাপের শরীর।
দেশলাই বাক্স জুড়ে
আপাতত পর্দা রঙিন
গ্রীল ঘেরা খাঁচায় আনি
বনসাই অশ্বথ বট।  
একটি কি দুইটি ছানা
কচি ডানা নরম ঝাপট –
ওরা কি মানুষ হবে?
আমরা দুহাত বেড়ে
সামলাই পলকা  বাড়ি,
থাকি খুব ভয়ে ভয়ে -
রাস্তা চওড়া হবে আরো কত চওড়া হবে
দেশলাই কাঠির বারুদ ভেজাবে হিমেল সময়।
বাক্স গুঁড়িয়ে যাবে  
সে কথাতো জানাই আছে।
পাখিটা রিফিউজি আজ
আমরাও লাইনে আছি।